গত ১৪ই নভেম্বর অনুষ্ঠিত হয় ট্রান্সএন্ড আয়োজিত “Advocacy Meeting on Promoting Gender Inclusivity at the Workplace and Training Organisations”। উক্ত এডভোকেসি মিটিং এ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন BYLC, Wadhwani Foundation, BRAC SDP, British Counsil এবং North South University এর প্রতিনিধিবৃন্দ।

জেন্ডার সেনসিটাইজেশন কর্মশালার পাশাপাশি দক্ষতা অর্জনের জন্য জেন্ডার ইনক্লুসিভ ট্রেইনিং প্লেসের অভাব, কর্মক্ষেত্রে কর্পোরেট সেক্টরে লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠী কিসব বাধার সম্মুখীন হন এবং তা কিভাবে মোকাবিলা করা সম্ভব ইত্যাদি নানা বিষয় মিটিং এ আলোচনা ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা করা হয়।